আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

Logo
ড. ইউনূস-নাহিদকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতার মামলা

ড. ইউনূস-নাহিদকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতার মামলা

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

কোরআন অবমাননা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বক্তব্য প্রদানের অভিযোগে চট্টগ্রামের মোকতার হোসেনকে (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল হকের আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফেজ মোহাম্মদ সাইফুদ্দীন (২৮)। তিনি ভূজপুর থানার হারুয়াছড়ি গ্রামের বেরুন্ন্য পাড়া এলাকার নুর আহমদের ছেলে।

মামলায় আসামি করা হয়েছে একই উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোকতার হোসেনকে (৫২)।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট আসামি তার MD Hassan নামে ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেন। তিনি তার বক্তব্যের ৩৪ সেকেন্ডে পবিত্র কোরআন শরীফের অবমাননা করে উক্তি করেন।

এছাড়া বক্তব্যের এক মিনিট ৪২ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যের ১ মিনিট ৫৭ সেকেন্ডে আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গালমন্দ করেন এবং ২ মিনিট ৩৪ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com