আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

Logo
চট্টগ্রামে খেলার মাঠ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ , নিহত ১

চট্টগ্রামে খেলার মাঠ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ , নিহত ১

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

চট্টগ্রাম নগরীতে খেলার মাঠ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জুবায়ের উদ্দীন বাবু (২৫)। তিনি নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি যুবদল কর্মী হিসেবে পরিচিত। 

সংঘর্ষে জড়িতরা চট্টগ্রাম মহানগর যুবদলের দুই নেতার অনুসারী বলে জানা গেছে। তবে পুলিশ রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. ফয়সাল আহমেদ বলেন, মাঠে ফুটবল খেলার উদ্বোধন ছিল। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘাত হয়। এতে ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক ঘাসের মাঠটি ঘণ্টা হিসেবে ফুটবল খেলার জন্য ভাড়া দেয়া হয়। মাঠটির দখল নিয়ে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক মো. আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে চাইলে উপপুলিশ কমিশনার ফয়সাল বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হইনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, রাজনৈতিক বিরোধের জেরে কোনো ঘটনা ঘটেনি। পাড়া কিংবা এলাকাগত বিরোধ থেকে হতে পারে। এটাকে রাজনৈতিক রং দেয়া সমীচীন হবে না। যিনি মারা গেছেন, সংগঠনে তার কোনো পদ-পদবি নেই।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com