আজ রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় হেফাজতের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে বলে জানানো হয়েছে।এছাড়া বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এদিন আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড.আহমেদ আব্দুল কাদের, আল্লামা সালাউদ্দিন নানপুরী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবীব, যুগ্ম আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।