আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেল লাইনে আওয়ামী লীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখা ছিল। এ লেখাটি মুছে ‘চির উন্নত মম শির’ লিখেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ কাজ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সবথেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সকল সিম্বলিক নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তারা আরও বলেন,‘আমরা তারই অংশ হিসেবে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পংক্তি ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছি। এই লেখার মাধ্যমে আমরা সকলকে বারবার মনে করিয়ে দিতে চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় চব্বিশে তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে।’