আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের বাবা শফিক মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মাদবরবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমতিসারুল হক ও কবির হোসেন নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক হত্যা মামলায় শফিক মোড়ল এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, “শুক্রবার তিনি নিজ এলাকায় ফেরার পর স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বাবার গ্রেপ্তারের খবরের পর আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন নাছির মোড়ল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন—
“বাবা, ক্ষমা করে দিও। আমার জন্য আজ তোমাকে জেলে যেতে হলো। সন্তান হিসেবে তোমার পাশে থাকতে পারলাম না।”
গ্রেফতারের পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।