আজ সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
বোরহানউদ্দিনে ইটভাটার মাটি পরিবহণের অপরাধে ২ টি ট্রাকের জরিমানা তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ১৭ বছর বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে ইসি ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে: ফয়জুল করীম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমবারের মত পালিত হল *হারমোনি ফেস্টিভ্যাল মেলা* কার্যালয় ভাঙচুর, বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপিত  বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে ফিরে পাবার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফরিদপুরের চরভদ্রাসনের যুবদল নেতার ভাতিজা বিআইডব্লিউটিএ ডেইজিং এর বালু বিক্রি ভ্রাম্যমান আদালতে জেল  

ফরিদপুরের চরভদ্রাসনের যুবদল নেতার ভাতিজা বিআইডব্লিউটিএ ডেইজিং এর বালু বিক্রি ভ্রাম্যমান আদালতে জেল  

স্টাফ রিপোর্টার,আব্দুস সালাম মোল্লা।

ফরিদপুরের চরভদ্রাসনের যুবদল নেতা মুরাক মৃধার তার ভাতিজা ফরহাদ  ছেলে সাঈদ মৃধাও তারদল নিক্সন পন্থীর এক দল বালুখেকোর দল বিআইডব্লিউটিএ ডেইজিংএরবালু  সংলগ্ন  বালু বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জেল  দিয়েছেন ৩০শে ডিসেম্বর সন্ধ্যা সাতটা উপজেলা চরভদ্রাসন উপজেলা  নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমওভ্রাম্যমান  আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ।

জেলার চরভদ্রাসন উপজেলায় গোপালপুর ঘাটে  নৌ পরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ ডেইজিং  বিভাগের  সরকারি বালু সংলগ্ন জায়গায় চরভদ্রাসনের বিএস ডাঙ্গী গ্রামের  নিক্সন পন্থী কর্মী

ফরহাদ  মৃধারছেলে সাইফ মৃধারও বালিয়াডাঙ্গী গ্রামের সেলিম মোল্লার ছেলে মনা, আব্দুল গফুর মৃধার ডাংগী গ্রামের  গ্রামের সালাম ফকিরের ছেলে ফয়সাল ফকির এই গ্রুপটি প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন আদালত কে তোয়াক্কা না করে বিআইডব্লিউটিএ ডেইজিং এউত্তোলিত বালুর পাশে বেকু দিয়ে ট্রাক  ভর্তি করার সময় ট্রাক  ড্রাইভার,বাগেরহাট দত্তের মোড় হারুন হাওলাদার ছেলে কাওসার (২১) কেওট্রাক ড্রাইভার ফরিদপুরের সদরের বিল্লালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আসিফ (১৯)কে চরভদ্রাসনউপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমভ্রাম্যমান আদালতে চার মাসের অনাদায়ী কারাদণ্ড প্রদান করেছে।  

সরজমিন দেখা গেছে, ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ঘাটের নৌযান (লঞ্চ)  নব্ব্যতা সংকটে কারণে মোজান চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে।বিআইডব্লিউটিএ ডেইজিং বিভাগ নব্যতা দূরীকরণের জন্য ডেইজিং করে  বালু উত্তোলিত করছে সেই বালু  সংলগ্ন  বালুখেকোরা  প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের চোখের সামনে বালি ট্রাকে  লোডিং করে দিনে দুপুরে রাত্রে বিক্রি অবাধে বিক্রি করে চলছে। 

এতে প্রশাসনের নিকট বিএনপি’র বিভিন্ন নেতারাওবিভিন্ন মিডিয়াকর্মীরা  উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমকে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছিল না। পরিশেষে প্রশাসনের  টনক নড়েছে।

গতকাল সন্ধ্যা ৭টায়চরভদ্রাসন উপজেলা  নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম ভ্রাম্যমান আদালতে ফরিদপুরে সদরের নজরুল ইসলামের ছেলে আসিফ (১৯) ও বাগেরহাটের দত্তের মোড় হারুন হাওলাদার ছেলে কাউসার ১৯ কে চার মাসে অনাদায়ী কারাদণ্ড প্রদান করেছে।ভ্রাম্যমান  আদালতে যব্দকৃত  ট্রাকও বেকুকক চরভদ্রাসন থানায় হস্তান্তর  করেছেন। ট্রাক, বেকু ওথানায় আনতে ইউনোও অফিসের স্টাফদের গভীর রাত অবধি ডিউটি করতে দেখা গেছে ডিউটি দায়িত্ব পালন করেন এসআই ওয়াসেক। ও মোবাইল কোর্টের পেশকার উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি উজ্জল হোসেন। 

সুশীল সমাজ ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অবৈধ বালু  ব্যবসায়ীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়ার  জোড়দাবি জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com