আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কামাল খান (৪৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দম্পতির বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা পুলিশের জিজ্ঝাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে।