আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউপির চেয়ারম্যান( ভারঃ) রাহিদুল ইসলাম বাবু কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় স্থানীয় তিনমাথা মোড়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন ওই ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আনারুল ইসলাম ঠান্ডা তার লিখিত বক্তব্যে বলেন, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ইউপি চেয়ারম্যান(ভারঃ) রাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে জামায়াত নেতা গোলাম মোস্তফা,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার,মানিক সরকার,শরিফুল ইসলাম, মাহমুদসহ ২৫-৩০ টি মোটরসাইকেলযোগে তার বাড়ীতে উপস্থিত হয়ে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন। একই ভাবে ইউপি সদস্য তোতা মিয়ার বসতবাড়ীতে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তারও স্বাক্ষর নেন। পরে বিষয়টি নিয়ে অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তোতা মিয়া,আবুল কালাম আজাদ,আজাদুল ইসলাম,নওশা সরকার,ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।