আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
ফেনীতে পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
ছাত্রলীগের ওই কর্মীর নাম ইফতেখার মুনতাসির অধীর (২০)। তিনি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। অধীর ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া আড়িধন ভূঁইয়া বাড়ির মৃত ইয়াসিনের ছেলে।
জানা গেছে, ইফতেখার মুনতাসির অধীর পলিটেকনিক ইনস্টিটিউট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সময় তার উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তিনি ৪ আগস্ট মহিপালে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।