আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ন

Logo
News Headline :
৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম  মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা ১ মে ঢাকায় বিএনপির ‘বিশাল’ সমাবেশ তাফসির মাহফিল নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক
পবিপ্রবি’তে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত 

পবিপ্রবি’তে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত 

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি ) বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়েছে।  

৯ ডিসেম্বর ( সোমবার) টিএসসি’ র কনফারেন্স রুমে অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএআরআই (BARI) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই’ (BARI) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল আমিন । 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো আব্দুল লতিফ, পটুয়াখালির বিএআরআই আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আলিমুর রহমান, পটুয়াখালির বিএআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার । 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ” প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে পক্ষান্তরে দেশের কৃষি জমির পরিমাণ কমতেছে, বিরাট জনসংখ্যার খাদ্যের চাহিদা পুরণ করে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে বড় অবদান রাখতেছে আমাদের কৃষক ও কৃষিবিদগণ। ” 

সেমিনারের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শেখ আব্দল্লাহ আল মামুন হোসেন বলেন, ” আমাদের দেশ কৃষি নির্ভর আর কৃষিতে যদি পরিপূর্ণ ভাবে প্রযুক্তি ব্যবহার করা হলে মেশিনারিজ পার্টস, স্পেয়ার এবং অন্যান্য যন্ত্রপাতির কারখানা তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ হবে। ” 

উল্লেখ্য, মেলাতে প্রদর্শিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং কৃষি যন্ত্রপাতির নতুন প্রযুক্তি উদ্ভাবনকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com