আজ শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদসহ ৬ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার মতিঝিল থানাধীন এলাকা খেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামীসহ এজাহার নামীয় ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। ইফসুফ (৩৮), পিতা- আরজু মিয়া, গ্রাম- আটঘর, থানা- মৌলভীবাজার সদর, ২। হাবিব মিয়া (২০), পিতা- হাছন মিয়া, গ্রাম- আটঘর, থানা-মৌলভীবাজার সদর, ৩। ফরিজা খাতুন (৫০), স্বামী- মৃত আছাব আলী, গ্রাম- আটঘর, থানা-মৌলভীবাজার সদর, ৪। আশরাফ উদ্দিন (৫০), গ্রাম-আগনসী, থানা- মৌলভীবাজার সদর, ৫। মহসিন (৪২), পিতা- মৃত মানব মিয়া, গ্রাম- আটঘর, থানা-মৌলভীবাজার সদর এবং ৬। জাকির হোসেন মেম্বার (৪০), পিতা- মালধার মিয়া, গ্রাম- পাচাউন, থানা-শ্রীমঙ্গল র্যাব-৯, সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার