আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোললা।
নগরকান্দা প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার ওথেই তোমার কিছু না দিয়ে ভালো উত্তোলন প্রশাসন নির্বাক।
উপজেলায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন এর দহিসারা গ্রামে জাহাঙ্গীর খানের পুকুর থেকে মাসের পর মাস অবাধে চলছে বালু উত্তোলন। ড্রেজার মেশিন মালিক সাদ্দাম হোসেন জমির মালিক দহিসারা গ্রামের জাহাঙ্গীর খান এর সাথে চুক্তিতে বালু উত্তোলন করে বিক্রি করছেন। ফসলি জমি থেকে অবাধে বালু উত্তোলন করে শ্রেনী পরিবর্তন করে পুকুরে পরিনত করছেন।স্হানীয়রা বলেন এ পর্যন্ত প্রায় কোটি টাকার বালু উত্তোলন করছে।অবাধে বালু উত্তোলন করায় একদিকে ফসলি জমি ধ্বংস হচ্ছে অপরদিকে ড্রেজার মেশিনের বিকট শব্দে আশপাশের লোকজনে শব্দ দূষণ সহ স্কুল পড়ুয়া শিক্ষর্থীদের লেখা পড়া ক্ষতি হচ্ছে। অবাধে বালু উত্তোলন করায় স্হানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানালে প্রশাসনিক ভাবে জোরালো কোন পদক্ষেপ না নেওয়ায় থামছেনা সাদ্দামের বালু উত্তোলন। গ্রাম পুলিশ সৈয়দ বলেন আমি প্রশাসনিক কর্মকর্তা ইউএনও, এসিল্যান্ড,তহসিলদারকে জানিয়েছি তহসিলদার লোক পাঠালেও তারা টাকা নিয়ে চলে যায় কিন্তু বালু উত্তোলন বন্ধ হয়না।ইউএনও অফিস থেকে আলমগীর ও ড্রাইভার রুস্তম এখানে এসে টাকা নিয়ে গেছে। বালু উত্তোলন করার বিষয় জাহাঙ্গীর খা বলেন আমার জমি থেকে আমি বালু বিক্রি করছি। ড্রেজার মেশিন মালিক বলেন প্রশাসন সব ম্যানেজ করে বালু কাটছি আপনারা যা পারেন তাই লিখেন।
ইউনিয়ন তহসিলদার পারভেজ এর নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন বালু উত্তোলন করার বিষয় ইতি মধ্যে জেনেছি এবিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।