আজ সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
বোরহানউদ্দিনে ইটভাটার মাটি পরিবহণের অপরাধে ২ টি ট্রাকের জরিমানা তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ১৭ বছর বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে ইসি ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে: ফয়জুল করীম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমবারের মত পালিত হল *হারমোনি ফেস্টিভ্যাল মেলা* কার্যালয় ভাঙচুর, বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপিত  বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে ফিরে পাবার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কমলগঞ্জ উপজেলায় ১০ দিন মেয়াদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (মনিপুরী) ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন 

কমলগঞ্জ উপজেলায় ১০ দিন মেয়াদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (মনিপুরী) ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

সোমবার (৩০শে ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০ দিন মেয়াদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (মনিপুরী) ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান।

প্রশিক্ষণ উদ্ভোধন শেষে তিনি প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেজন্য সবাইকে উৎসাহ প্রদান করেন।

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার আহবান জানান।

মতবিনিময়কালে উপমহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সকল পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্তদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরো বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে ক্লাব সমুহের নীতিমালা প্রনয়ণপূর্বক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা পালন এবং ক্লাব সদস্যদের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও নতুন প্রজন্মের কর্মক্ষেত্রসমূহের সাথে সম্পৃক্ত করার জন্য উপমহাপরিচালক দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপ-মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, কমলগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।

পরবর্তীতে তিনি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষজন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কার্যক্রমকে স্বাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক এনামুল খাঁন এবং জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন।  পরবর্তীতে তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অঙ্গীভূত আনসার সদস্যর ও ভাতাভুক্ত সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি সকলক্ষেত্রে সাম্যতা আনায়ন ব্যক্তি ও বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখা ও বান্দার হক নিশ্চিতের মহাপরিচালকের মূলনিতি সবাইকে মনে করিয়ে দেন৷ এছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার ও কল্যানধর্মী উদ্যোগ এই ভিশনকে ধারণ করে বাহিনী ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

শেষে তিনি ভাতাভুক্ত সদস্যদের ভাল কাজে উৎসাহ প্রদানের জন্য এবং দায়িত্বক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাই সাইকেল বিতরণ করেন। কাজের স্বীকৃতি পেয়ে সদস্যরা আরও আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com