আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ন

Logo
News Headline :
৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম  মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা ১ মে ঢাকায় বিএনপির ‘বিশাল’ সমাবেশ তাফসির মাহফিল নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক
আমাদের সাড়ে তিন হাত শরীর যদি স্বচ্ছতার মাঝে চলে আসে সমাজ পরিবর্তন হয়ে যাবে…জেলা প্রশাসক 

আমাদের সাড়ে তিন হাত শরীর যদি স্বচ্ছতার মাঝে চলে আসে সমাজ পরিবর্তন হয়ে যাবে…জেলা প্রশাসক 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

আমাদের সাড়ে তিন হাত শরীর যদি স্বচ্ছতার মাঝে চলে আসে সমাজ পরিবর্তন হয়ে যাবে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ।

জেলা প্রসাসক বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের যতগুলা ফাইলে আছে সবগুলা ফাইল ডিসিশন দিয়ে আপনাকে বের হতে হবে এ কারণে সরকার আমাদেরকে বেতন দেয় ফাইল দিনের পর দিন হয়রানি করা যাবে না রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে আজকের ফাইল আজকের ডিসিশন নিতে হবে। এটাকে পেন্ডিং রাখা যাবে না এটা বলে কর্তব্য নিষ্ঠা। আমি সৎ মানুষ কিন্তু আমি ছয় মাস যাবত ফাইল ডেসপাস করি না তাহলে আমি তো অধিক্য অযোগ্য এটা করা যাবে না। কর্তব্য নিষ্ঠা যদি আমি বলি শিক্ষকের ক্ষেত্রে যেমন হতে পারে তার স্কুল শুরু হয় দশটা থেকে চারটা পর্যন্ত ছয় পিরিয়ড হয় এই স্কুলের বাচ্চাদেরকে মনোযোগ সহকারে ক্লাস নিতে হবে যদি আধা ঘন্টা মনোযোগ সহকারে ক্লাস না নেন ওই আধা ঘন্টার টাকা তার জন্য হারাম। আমি যদি কোন ফাইল ডেসপাস না করে বাসায় চলে যাই এই টাকাটা নেওয়া আমার জন্য হারাম হয়ে যাবে কাজ কাজের সময় করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমাদের কাজ করতে কিছু আইন কানুন আছে সরকার আমার হাতে যেসব আইনগুলো তুলে দিয়েছে এই আইনগুলোর বিধি-বিধান দেখে আমাকে কাজ করে যেতে হবে আইনের বাইরে কোন খরচ করা যাবে না । আইনের বাহিরে কোন ডিসিশন নেওয়া যাবে না। সেখান থেকে সবাইকে রাষ্ট্রীয় সম্পদের সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করতে হবে এই জায়গায় আমারা সবাই একমত। রাষ্ট্রীয় যত সম্পদ আছে সেগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করা দরকার।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ শামসুল হক,অতিরিক্ত জেলা প্রসাসক ( শিক্ষা ও আইসিটি)মেহনাজ ফেরদৌস,দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইফুর রহমান,জেলা দুর্নীতা কমিটির সাধারণ সম্পাদক এড. শাহ আখলাকুর আম্বিয়া,প্রেসক্লাবের আহবায় বকশী ইকবাল আহমদ,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।

মানববন্ধন ও সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com