আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জে শিক্ষা সামগ্রী বিতরন আয়োজনে অনুস্টানটি পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা-সভাপতি মো: জীবন মাদবর। জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,মুন্সিগঞ্জ,নতুন বছর ২০২৫ সালের জানিয়ারিতে মুন্সিগঞ্জ জেলার ৫ টি বিদ্যালয়ে এবং ১ টি মাদ্রাসায় এই শিক্ষা সামগ্রী বিতরন করবে,তারই ধারাবাহিকতায় আজ ০৬ই জানুয়ারি ২০২৫ইং, প্রথমবারের মতো ৩৪ নং পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম পানহাটা ফোরকানিয়া হাকিমিয়া মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা,কলম,পেন্সিল ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরন করেন।
আল্লাহ পাকের অশেষ রহমতে আজ তিন শতাধিকের অধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে,এই জানুয়ারী মাসেই আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পথ শিশু এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ পাঠশালা,পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী বিতরন করা হবে।
এই শিক্ষা সামগ্রী বিতরনের আয়োজনে আজ অনুস্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা কমান্ডার মো:সামাদ কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মো: জামাল উদ্দিন দেওয়ান ও ব্যাবসায়ী মো:রুহুল আমিন মাদবর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টংগিবাড়ি ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাত সভাপতি মো:শাহীন,৩৪ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ইসমাঈল আল মামুন,সমাজ সেবক কাদির সিকদার,সমাজ সেবক শ্যামল সিকদার,সমাজ সেবক মো:কাশেম দেওয়ান,সমাজ সেবক দেলোয়ার হোসেন।
জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,মুন্সিগঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: জীবন মাদবর,সাধারণ সম্পাদক মো:নজরুল ইসলাম তূর্য,যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন,প্রচার সম্পাদক সাজাদ হোসেন তামিম,উপ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, উপদ্রেস্টা মো:আল আমিন,কার্যকরী সদস্য সায়মা আক্তার তাহেরা,সেচ্ছাসেবী সদস্য মো:রিজন,সদস্য সুরাইয়া আহাম্মেদ শ্রুতি,সদস্য অথৈ মনি,সদস্য আমেনা আক্তার,সদস্য ফাহিদুল ইসলাম,সদস্য ইসমাইল হোসেন লিমন, সদস্য রাহাত,সদস্য মো:রাফসান মাদবর,সদস্য রাতুল,সদস্য আল আমিন, সদস্য মো:সিহাব এবং ৩৪ নং পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও পানহাটা গ্রামের অন্যআন্য ব্যাকিবর্গ ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জীবন মাদবর বলেন” নতুন বছরে শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্ভুদ্ধ করতে,এবং গরীব,মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তুলতে,আর্থিক অসচ্ছলতার কারনে যাতে কোনো শিক্ষার্থী লেখাপড়া থেকে দূরে সরে না যায়,তাই আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরনের আয়োজন,মাদ্রসার ছাত্ররাও আজ খুব খুসি,এই শিক্ষা সামগ্রী দিয়ে লেখাপড়া করে যে সাওয়াব শিক্ষার্থীরা অর্জন করবে সেই সাওয়াবের আংশিক সাওয়াব আমরা নিজেরাও পাবো বলে আমরা বিশ্বাস করি,তাছাড়া আমরা রক্তদান,বন্যায় প্লাবিত মানুষের পাশে দাড়ানো,অসহায় পথশিশুদের পাশে দাড়ানো,শীত বস্ত্র বিতরন সহ বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকি,জীবন জীবনের জন্য ফাউন্ডেশন,মুন্সিগঞ্জের সেচ্ছাসেবীরা মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে তারা রাতদিন নিরলস ভাবে কাজ করে যায়। আমি তাদের মঙ্গল কামনা করছি সব সময় তাদের পাশে আছি এবং থাকবো”