আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

Logo
News Headline :
মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের উদ্বোধন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,গ্রেফতার ২৬ দীর্ঘ ৩ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন  নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন লংগদুতে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত  বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি 
কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, ধনেপাতা ৬০০

কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, ধনেপাতা ৬০০

বানিজ্য ডেস্ক :-

পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ বাজারে সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের দাম ৪০০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

যা দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে।

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারের একাধিক সবজির দোকানে ঘুরে এই দাম জানা গেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, ‘কাঁচা মরিচের দাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন। ধনেপাতার কেজি কত জানেন? ধনেপাতা রবিবার বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি।

শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি।

বাহাদুর বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘শুক্রবার ধনেপাতা ৮০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজ ২০০ টাকা কমে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। টানা বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতারাতি ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধনেপাতা।’

আরেক সবজি বিক্রেতা আব্দুল আলিম বলেন, ‘দাম বেশি মানুষ ২৫ গ্রাম, ৫০ গ্রাম ১০০ গ্রাম করে ধনেপাতা কিনছেন। ধনেপাতার চেহারাও ভালো নয়। আমদানি কম তাই দাম বেশি।’

উপশহর বাজারের বিক্রেতা বাবু বলেন, ‘বৃষ্টির কারণে ক্ষেতের প্রচুর ক্ষতি হয়েছে। এ কারণে ধনেপাতার দাম বেড়েছে।

আমরাই ৫০০ টাকার চেয়ে বেশি দামে কিনেছি। খরচ হিসাব করে ৬০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।’

হামিদুর নামের এক ক্রেতা জানান, ১০০ গ্রাম ধনেপাতা কিনেছেন ৬০ টাকায়। পরিবারের সদস্যরা খেতে চেয়েছে, তাই তিনি কিনলেন। অথচ মৌসুমে এই ধনেপাতা বিক্রি হয় ৬০ টাকা কেজি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com