আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি :-
বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে এক কিশোরীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিন-চারজনের নামে পাথরঘাটা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় অপহরনকারী উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ওই কিশোরীকে অপহরণ করে। অপহৃত কিশোরী স্থানীয় এক স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।
অপহরণকারী ওই ছেলের নাম ইয়াসিন আরাফাত। তিনি বরিশালের হাতেম আলী কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত। তার বাবা মো. ইউসুফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিবাড়ী থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।
মামলার এজাহারসুত্রে জানা যায় যে, অভিযুক্ত আসামী ইয়াসিন আরাফাত পূর্বে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে তার বাবা ও মাকে অবগত করলেও তারা কর্ণপাত করেনি। এবং তাদের প্রত্যক্ষ প্ররোচনায় ঘটনার দিন অভিযুক্ত আসামী জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে মুখ চেপে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় মোটরসাইকেলে অপহরন করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমার মেয়েকে অপহরণ করে কোথায় নিয়ে রেখেছে আমরা কিছু জানিনা। আমি অতিদ্রুত আমার মেয়ের খোঁজ চাই এবং অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, এই মামলায় ৫ জনকে এজাহারভুক্ত করে আরও ৩/৪ অজ্ঞাত আসামী করা হয়। ইতিমধ্যে আমরা ছেলের বাবা মো. ইউসুফ মিয়া এবং তার সহপাঠী রাব্বি (১৭) কে গ্রেফতার করেছি। দ্রুত অপহৃতকে উদ্ধার করে বাকি আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।