আজ সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন ৫০ সেঞ্চুরির স্বপ্ন পূরণ করলেন বিজয় শেখ হাসিনার পক্ষে অনলাইন সভা, ববি শিক্ষকদের ভিডিও ঘিরে সমালোচনার ঝড় বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
সেবার মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি

সেবার মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি

পিরোজপুর  প্রতিনিধি: 

সেবার মান উন্নয়নের জন্য সেবা গ্রহীতাদের অংশগ্রহনে পিরোজপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর বিআরটিএ এর সার্কেল অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। 

পিরোজপুর বিআরটিএ এর সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ শেখ এবং পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান আবুল। 

গ্রাহকদের প্রশ্নোত্তরে মাহফুজুর রহমান জানান, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ এর রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর দেওয়াসহ মোটরযান সংক্রান্ত সব সেবা কার্যক্রম পিরোজপুর বিআরটিএ অফিস থেকে গ্রাহকদের যথাযথভাবে প্রদান করা হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা গ্রহণ, রেজিস্ট্রেশন ও মালিকানা বদলিসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের নিষ্পতি করা এবং এ কার্যক্রমগুলো অরো সহজতর হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বিআরটিএ অফিস এলাকাকে দালালমুক্ত করার আহ্বান জানান। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com