আজ রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

Logo
News Headline :
নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা বদলগাছীতে রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত। পিরোজপুরে ৩ কার্টুন বিদেশী ব্রান্ডের সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতা আটক বাউফলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ফরিদপুরে রিকশা চালকের লাশ উদ্ধার শেখ মজিব এদেশের স্বাধীনতা চায়নি, চেয়ে ছিলেন আজীবন রাষ্ট্র নায়ক হত:- আব্দুস সালাম ভৈরবে ভারতীয় বস্ত্রসহ ৪জন আটক, সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি মৌলভীবাজারে পালিত হল জাতীয় সমাজসেবা দিবস
শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

পবিপ্রবি প্রতিনিধি

সময় তার নিঃশব্দ গতিতে ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। যার ধারাবাহিকতায়, প্রতিষ্ঠার রজত জয়ন্তীর দ্বারপ্রান্তে উপনীত হয়েছে দক্ষিণ বঙ্গের শিক্ষার আলোকবর্তিকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ২০২৪ সাল পবিপ্রবি-এর জীবনে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে থাকবে। এ বছরটি ছিল বিশ্ববিদ্যালয়ের জন্য অর্জন ও ব্যর্থতার এক মিশ্র অভিজ্ঞতা। কেমন ছিল ২০২৪ এর পবিপ্রবি? কতটা অর্জন ছিল এ বছরে। সফলতা ও ব্যর্থতার বর্ণনা খুঁজে বের করেছেন পবিপ্রবি সাংবাদিক সমিতি।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ১১৭ গবেষক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল শুরু হয় বিশাল এক অর্জন দিয়ে। ৫ জানুয়ারি (শুক্রবার) এডি সায়েন্টিফিক ইনডেক্স এর অফিশিয়াল ওয়েব পেজে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নেয় পবিপ্রবির ১১৭ জন গবেষক। অ্যালপার ডগার (এডি) “সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৪” এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বমোট ১১৭ জন গবেষক জায়গা করে নিয়েছেন। উক্ত র‍্যাংকিং এ সারা বিশ্বের ২২ হাজার ৭ শত ৭৪ টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ লক্ষ ৪৩ হাজার ৯১ জন বিজ্ঞানী ও গবেষক আছেন।

পবিপ্রবির নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি,তদন্তে ইউজিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব অভিযোগের মধ্যে রয়েছে অনুমোদনহীন ও পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ এবং মানদণ্ড ও বিশ্ববিদ্যালয় নীতিমালা ভঙ্গ করে নিয়োগ।জানা গেছে, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও ২০২৩ সালের ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেয়া হয়। মূলত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেয়া হয়। পাশাপাশি এ নিয়োগে অনুমোদনহীন পদে নিয়োগসহ নানাবিধ অভিযোগ ওঠে, যা পরবর্তীতে দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়।

শিক্ষক লাঞ্ছনা, কর্মকর্তার চাকুরিচ্যুত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

১৭ই ফেব্রুয়ারি (শনিবার) রাত ৯ টায় পবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পিওটু প্রোভিসি মো: সামসুল হক ওরফে রাসেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত এবং হুমকির শিকার হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি (রবিবার) পবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ মানববন্ধনে পবিপ্রবি শিক্ষক সমিতি একনিষ্ঠভাবে অংশগ্রহণ করে এবং বিতর্কিত কর্মকর্তা রাসেল চাকরিচ্যুত না করা পর্যন্ত অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত করেন। পরবর্তীতে প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে কর্মরত পিও টু প্রো-ভাইস চ্যান্সেলর মোঃ সামসুল হক রাসেলকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

নিয়োগ বাতিল চেয়ে এবার পবিপ্রবি’র ভিসি-রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নিয়োগ বাতিল চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ইসরাত জাহান অনি নামে এক ভুক্তভোগী।২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়। বাদী পক্ষের আইনজীবী হুমায়ূন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাদী (ভুক্তভোগী) ২৭ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন এবং বিজ্ঞ আদালত সমন নোটিশ ইস্যু করেছেন।’ মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

২০ মার্চ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রভাষক পদে পবিপ্রবির ২০১৪-১৫ সেশনের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারানা শারমিন যোগদান করেন। একই সেশনের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ডিভিএম এর শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল, এনিম্যাল হাজবেন্ড্রীর সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের, ডিভিএম ২০১৫-১৬ সেশনের ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে এবং মো. মামুনুর রশীদ হকৃবির অ্যাগ্রিকালচার ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন।

সার্বজনীন পেনশন নিয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি পবিপ্রবি শিক্ষক সমিতির

সম্প্রতি পেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২১ মার্চ (বৃহস্পতিবার) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

তীব্র তাপদাহে পবিপ্রবির ৫(পাঁচ) শিক্ষার্থী গুরুতর অসুস্থ

২৮ এপ্রিল ২০২৪, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পাঁচ জন শিক্ষার্থী তীব্র তাপদাহে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়।

পবিপ্রবি শিক্ষার্থীদের ওপর সেভেন স্টার বাস কর্মীদের হামলা, আহত ৫

২১ মে ২০২৪, পটুয়াখালীর লেবুখালীতে ইউনিভার্সিটি স্কয়ারের কাছে সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের কর্মীদের হামলার শিকার হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় হামলায় গুরুতর আহত পাঁচ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন বরিশাল এর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোটা বাতিলের দাবিতে পবিপ্রবি’তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিস্থ ক্যাম্পাস বাবুগঞ্জের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীদের সাথে পবিপ্রবি প্রক্টরের অসদাচরণের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও অপ্রীতিকর শব্দ চয়নের অভিযোগ উঠেছে। একই সাথে শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপসহ অন্যান্য সংশ্লিষ্ট পেজে পোস্ট করা হয়েছে। যা নিয়ে শিক্ষার্থীদের প্রক্টরের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

পবিপ্রবির নতুন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নবম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোসাম্মদ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম এই নিয়োগ প্রাপ্ত হন।

পবিপ্রবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ আগস্ট (বুধবার) পবিপ্রবির রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উক্ত ঘোষণাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

পবিপ্রবিতে রাতভর অভিযানে ছাত্রলীগের রুম থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ১৮ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে শিক্ষকদের একটি টিম রাতভর এ অভিযান পরিচালনা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান সহ আবাসিক হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দের রুমগুলো থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ লাঠিসোঁটা- রড ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসাথে মাদক বেচাকেনার হিসাব সম্বলিত একটি ডায়েরিও উদ্ধার করা হয়।

ক্যাম্পাস থেকে ২ ছাত্রলীগ নেতাকে তাড়িয়ে দিল পবিপ্রবির শিক্ষার্থীরা

সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রলীগ নেতা। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৭-১৮ সেশনের মো: মাজহারুল ইসলাম ও একই অনুষদের ২০১৮-১৯ সেশনের মো: জাহাঙ্গীর আলম। ২৩ আগস্ট (শুক্রবার) মধ্যরাতে তারা একসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন। জানা যায়, ২২ আগস্ট (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের হলে তাদের অবস্থান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা।

পবিপ্রবি’র সাবেক ভিসি রেজিষ্ট্রারসহ ৪ জনকে হাইকোর্টের রুল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারসহ বিভিন্ন পদের নিয়োগ কেন অবৈধ হবেনা তার কারণ জানতে সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে ২৮ আগস্ট (বুধবার) রুল নিশি জারি করেছে হাইকোর্ট। সেকশন অফিসার পদে শামসুল হুদা রিফাত নামের এক চাকুরি প্রত্যাশীর দায়েরকৃত ৯৫৮১২০২৪ নং রিট পিটিশনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি চেয়ারম্যান, পবিপ্রবি’র উপাচার্য ও রেজিষ্ট্রারকে ওই রুল নিশি প্রদান করেন। বাদি পক্ষের কৌশলী মোহাম্মাদ জুলফিকার আলী ওই রুল নিশি জারির সত্যতা নিশ্চিত করেছেন।

পবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় ছাত্রদলের বাধার অভিযোগ

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির সভাকক্ষে মতবিনিময়সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্যাম্পাসে উপস্থিত হতে পারেননি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ প্রতিনিধি দল। অভিযোগ পাওয়া যায়, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ক্যাম্পাসে আসতে বাধা প্রদান করে।

স্থানীয়দের চাঁদাবাজি ও হত্যার হুমকিতে ২০দিন অনুপস্থিত পবিপ্রবি চিকিৎসক

চাঁদাবাজি ও হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতার কারনে ২০ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার এটিএম নাসির উদ্দিন। যাতে করে কিছুটা স্থবির হয়ে পড়েছিলো বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারের সেবা।

পবিপ্রবিতে মাদক সেবনরত অবস্থায় ১১ বহিরাগত আটক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে মাদক সেবনরত অবস্থায় ৩ জন বহিরাগতকে আটক করা হয়েছে। আটকরা হলেন- দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসার মো. নাজমুল হুদা (২৬), মো. হাসান সর্দার (২৪) এবং মো. আবু বকর (২৫)। এবং পরবর্তীকালে আরও ৮ জন মাদক সেবনকারীদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পবিপ্রবি শিক্ষার্থীর ভর্তি জালিয়াতি, নীরব ভূমিকায় প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অনুসন্ধানে জানা যায়, ভর্তি পরীক্ষায় আবেদন ফরম পূরণের সময় রাবিব সব তথ্য সঠিক ভাবে পূরণ করলেও তার ছবির জায়গায় অন্য একজনের ছবি বসিয়ে দেন। ভর্তি পরীক্ষার দিন রাবিবের পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষা দেয়। এমনকি ভর্তির দিনও অপর ব্যক্তিই এসে ভর্তি কার্য সম্পন্ন করে। অনুসন্ধানে রাবিবের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছবির সাথে রাবিবের চেহারার মিল পাওয়া যায়নি।

পবিপ্রবিতে প্রথমবার ডোপটেস্টের মাধ্যমে গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটি গুছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে ৪৯ সদস্যের কমিশন গঠন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছরে সংঘটিত বিভিন্ন আর্থিক, প্রশাসনিক এবং একাডেমিক অনিয়ম ও দুর্নীতি তদন্তের লক্ষ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশে গঠিত এই কমিশন পবিপ্রবির ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে।

জুলাই বিপ্লবে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে পবিপ্রবিতে চাকরির নিয়োগপত্র প্রদান

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার বোন নিতু রানী তাড়ুয়াকে পবিপ্রবিতে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উক্ত নিয়োগপত্র প্রদান করেন।

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের পরীক্ষায় উপস্থিতি অর্ধেক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়েছে। এতে ৪ হাজার শিক্ষার্থীর ভর্তির আবেদন করলেও বিশ্ববিদ্যালয়ের ৯১টি কেন্দ্রে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৮৯ জন। এতে অংশগ্রহণের হার ছিল ৫০ দশমিক ৫৮ শতাংশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বিগ্ন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা সংকট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ক্যাম্পাসে একটি নামমাত্র হেলথ কেয়ার সেন্টার থাকলেও, সেটি কার্যত অকার্যকর। প্রায় ৫০০-৬০০ শিক্ষার্থীর এই ক্যাম্পাসে নেই কোনো প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে, কোনো প্রাথমিক চিকিৎসা ছাড়াই ঘণ্টাখানেকের পথ পাড়ি দিয়ে ছুটতে হয় শহরে, যা মুমূর্ষু রোগীর জন্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

পবিপ্রবিতে র‍্যাগিং: শাস্তির আওতায় ২০ জন, একাডেমিক বহিষ্কার ৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর দায়ে ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা করা হয়েছে। ২৮ নভেম্বর(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘বিজয় ২৪ হল’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। হলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয়-২৪’। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

শিক্ষার্থীদের মানসিক নিপীড়ন ও হেনস্তা, পবিপ্রবিতে শিক্ষক বরখাস্ত

নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) এক শিক্ষককে সকল শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজ্যাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল আহাদ বিশ্বাস।

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাদামাটা আয়োজনে কোনোমতে শেষ করা হয় প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এ টুর্নামেন্ট।
গত ১৫ ডিসেম্বর (রবিবার) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় টিম এগ্রিকালচার অনুষদ এবং রানার্স আপ হয় টিম এনিম্যাল সাইন্স এন্ড ভেটেনারী মেডিসিন অনুষদ। লক্ষ টাকা বাজেট থাকা সত্ত্বেও সাদামাটা আয়োজনের মধ্যে দিয়ে শেষ করা হয় ফাইনাল খেলা। অভিযোগ রয়েছে নানা অব্যবস্থাপনার।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা আবু হানিফ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আবু হানিফ (৪৬) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। পটুয়াখালী জেলার দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ও মনোয়ারা বেগমের ছেলে মো: আবু হানিফ, ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। ওই স্থানের শামীম শিকদারের বাড়ির সামনে কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী দিক থেকে বরিশাল গামী মো: আবু হানিফের মোটরসাইকেলের (বরিশাল-মেট্রো-ল ১২৬৩৮৩) ধাক্কা লাগে, মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com