আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
মো হাবিবুর রহমান
আমতলী (বরগুনা) প্রতিনিধি
জমি দখল করে ঘর তোলায় বাঁধা দেয়ায় মামা আমিনুল ইসলাম বেল্লাল ভাগ্নে সুমন চৌকিদারের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার ছোট ভাই রায়হান ও মেঝ ভাই মাহবুবকে পিটিয়ে গুরুতর জখম করেছে। বড় ভাই রুহুল আমিন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার গভীর রাতে আমতলী পৌরসভার লোচা গ্রামে।
জানা গেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামে গত রোববার গভীর রাতে আমিনুল ইসলাম বেল্লাল পৈত্রিক জমিতে বহিরাগত এনে ঘর নির্মাণ শুরু করেন। মেঝ ভাই মাহবুব, ছোট ভাই রায়হান ও ভাগ্নে সুমন চৌকিদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের নির্দেশে বহিরাগতরা তার ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং অন্য দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো তাদের।