আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

Logo
News Headline :
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে প্রতিবাদ মিছিল নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ৭৯ তম মাঘী উৎসব উপলক্ষে ছাত্রদল নেতার সুপেয় পানি বিতরণ পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি  বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে দিনে দুপুরে দরজা ভেঙে ঠিকাদারের বাসায় চুরি পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ
পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধিঃ মোঃ ফাহিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) কর্তৃক ২০২৩-২৪ সেশনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় অনুষদের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য 

প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ এবং এএনএসিভএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির। 

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এসময় অত্র ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা বলেন, “ভিএসএ আমাদেরকে পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।”

এরপর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশ্যে বলেন, “যেখানে মানবতা শেষ, সেখান থেকেই ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু, ভেটেরিনারিয়ানরা প্রকৃত ডাক্তার, কারণ তারা শুধু তাদের রোগীর ব্যাথা শুনতে পারেন না বরং অনুভব করেন।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান বলেন, “এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস এখানকার শিক্ষার্থীরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।”

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর কাজী রফিকুল ইসলাম বলেন, “একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত। বিশ্বে চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের ছাড়া বিভিন্ন রোগের ভ্যাক্সিন থেকে শুরু করে অনেক আবিষ্কার সম্ভব হতো না।” এসময় তিনি ভিভিএম এর বিভিন্ন সেক্টর এর প্রতি গুরুত্বারোপ করে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং পড়াশোনার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার বলেন, “২০২৫ সালে এই প্রথম ভার্সিটি প্রশাসনের সকলকে ভিএসএ এর নবীন বরণে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি এই নবীন শিক্ষার্থীদের দক্ষ কর্মকাণ্ডের মাধ্যমেই ভিএসএ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।”

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com