আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

Logo
কার্যালয় ভাঙচুর, বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা

কার্যালয় ভাঙচুর, বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :–

বরিশালের সকল ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। আজ রোববার সন্ধ্যার পর বরিশাল নগরীর সবগুলো ফামের্সি বন্ধ ঘোষণা করে সমিতির নেতৃবৃন্দ। 

নগরীর কালিবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন রাতের আধারে ভাঙচুর করে মালামাল লুটপাট চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ ঘোষণা দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত বরিশালের সকল ফামের্সি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নেতৃবৃন্দরা। 

সন্ধ্যার পর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা। এসময় তারা কাল সোমবার সকাল ১০টার মধ্যে কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান। 

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম জানান, শনিবার রাতে অভিযুক্ত ইকবাল আজম খান তার লোকজন দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোররাতে ওই ভবন ভাঙচুর শুরু করে। তারা ভবনের দেয়াল থেকে শুরু করে টয়লেট এবং দ্বিতীয়তলার টিনের শেড পর্যন্ত খুলে ফেলে। ভবনে লাগানো দরজা-জানালা-এসিসহ সকল মালামাল খুলে এক জায়গায় স্তূপাকারে রাখা হয়। এসময় নিচতলায় ওষুধের দোকানও ভাঙচুর করা হয়। এতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নেতৃবৃন্দ। 

এ ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে এক শ্রমিককে। 

এদিকে, বরিশাল নগরীতে ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। ওষুধ কিনতে পরছেন না অনেক রোগীর স্বজন। তারা দ্রুত সমস্যার সমাধান করে ওষুধের দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com