আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণীর আ*ত্মহ*ত্যা

আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণীর আ*ত্মহ*ত্যা

ডেস্ক নিউজ :-

পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আফরোজা আক্তার খাদিজা (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে পটুয়াখালীর কাঠপট্রি এলাকার তালতলী রোডে এমন ঘটনা ঘটে।

নিহত আফরোজার বাবার নাম হানিফ মুন্সি এবং মায়ের নাম জাহানারা বেগম। নিহতের বাবা কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন।

স্থাণীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত আফরোজা আক্তারের সাথে অনেক বছর ধরে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও ঝগড়াঝাটি করতো। এতে আফরোজা মানষিকভাবে ভেঙ্গে পরে। স্থানীয় একটি হাসাপাতালে চাকুরি করতো আফরোজা। কিন্তু মানষিকভাবে ভেঙ্গে পরায় সেই চাকুরীটি ছেড়ে দেন তিনি।

পরে বুধবার দুপুরে মোবাইল ফোনে ঝগড়াঝাটি করতে শোনেন স্থাণীয়রা। বিকেলে নিজের ঘরে ফেসবুকে স্টাটাসে তার প্রেমিক এর কথা উল্লেখ করে ওরনা দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে আফরোজা। তখন ঘরে তার বাবা, মা এবং ভাই ছিলো না। পরে তার ছোট ভাই আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

নিহত আফরোজা ফেসবুক পোস্টে লিখেছেন— ‘আমি তাকে ভালোবাসছিলাম। শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না। তুমি আমাকে কীভাবে ছোট করলা? কীভাবে? আমি তোমার জন্য কি না করছি? কি না করছি তোমাকে ভালোবেসে? আজ আমাকে… বানাইলা। আমি কোন দিন কল্পনা করি নাই এই প্রতিদান তুমি দিবা! আমি তো সরে গেছিলাম। কেন আসছো আবার? আমার শখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে। দোষ তার না, দোষ আমার। আমি তাকে ভালোবাসছি, আমার দোষ। আমি তাকে প্রাধান্য দিছি। ভালো থাকো, আমার ভালোবাসা। তোমার ভালো থাকার জন্য, এই আয়োজন। আমাকে মাফ করবা মা, আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই। আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা।’

এদিকে তরুণীর মৃত্যুতে স্থানীয়রা জানিয়েছেন, নিহত খাদিজা আক্তারের সাথে অনেক বছর ধরে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও ঝগড়াঝাঁটি করতো। এতে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়ে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ বলেন, দুপুরে এমন একটা অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com