আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।
সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় অন্তবর্তী সরকারের সমালোচনা করে এবং সংস্কারের নামে সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে পিরোজপুরে জেলা বিএনপির জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার আরও বলেন, জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ. ক. ন. কুদ্দুসুর রহমান।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-পরিবার কল্যান সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, সহ- বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
জনসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই সমাবেশ স্থলে মিছিল সহকারে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা।