আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিক এর আইএসআইজিওপি প্রোজেক্টের আওতায় পিরোজপুরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে তিনদিন ব্যাপী প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শেষ দিনে প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মোখলেছুর রহমান এবং দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন ফ্যাসিলিটিটর সদানন্দ পাল।
সেশনের শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিকের উপ পরিচালক দিপক চন্দ্র চক্রবর্তী, এম আর আই এর অফিসার আব্দুর রাজ্জাক, রিকের সহকারি মহা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন ও জোনাল ম্যানেজার এমদাদুল হক প্রমুখ।
ট্রেনিং শেষে ৩০ জন অংশগ্রহণকারী তাদের মতামত প্রকাশ করেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা সক্ষমতার সাথে আয় বৃদ্ধি, আয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।