আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পবিপ্রবি প্রতিনিধি: মোঃ ফাহিম 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৮ টায় পবিপ্রবির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। 

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতামূলক লীগ আয়োজন নতুন প্রতিভা অন্বেষণের জন্য একটি চমৎকার উদ্যোগ। 

এ সময় আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আবু ইউসুফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি অনুষদ অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com