আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকালে জেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, শুক্রবার ভোরে জেলে নিমাই হালদারসহ কয়েকজন জেলে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ঘন্টা খানেক পর জাল তুলতেই ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মুঠোফোনে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। সেখানে চাঁদানি এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন।
ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বোয়াল মাছটি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৩২ হাজার ৫০০ টাকায় ক্রয় করি। বেশ ভালো লাভে ঢাকার এক ব্যবসায়ীর পাশে বিক্রি করে দিয়েছে। দীর্ঘদিন পর পদ্মায় এত বড় বোয়াল পাওয়ায় বিষ্ময় প্রকাশ করেন তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার মাছ রাজবাড়ী জেলার সৌন্দর্য। পদ্মার বড় আকৃতির মাছের দাম একটু বেশি। তবে আনান্য মাছের দাম স্বাভাবিক।