আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
আব্দুল মান্নানঃ পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় দেশজুড়ে চলমান ছিনতাই, ডাকাতি ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া সর্বস্তরের ছত্র জনতা। আজ (২৬) ফেব্রুয়ারী (বুধবার) সকাল এগারো টার দিকে তারা এ মানববন্ধন করে।
এ সময় তারা মিছিল নিয়ে কলাপাড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে
এসে শেষ করে। এ সময় তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নাজমুস সাকিব,নজরুল ইসলাম, মিলি ও বায়জিদ মুন্সি।
তারা বলেন দেশের চলমান ছিনতাই, ডাকাতি ও ধর্ষকদের সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের কঠিন বিচার করতে হবে, ধর্ষণের সর্বোচ্চ সাস্তি মৃত্যু দন্ড দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন লোক এমন কাজ করতে সাহস না পায়।
মানববন্ধন শেষে তারা সকলকে সচেতন হওয়ার জন্য আহবান করেন।