আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

Logo
ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

খেলা ডেস্ক :-

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ মাঠে গড়াতে আর একদিন বাকি। গত দুদিন দুই ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। দুজনেই এখনও ঢাকায় আটকে আছেন।


আজই তাদের ভিসা পাওয়ার প্রত্যাশা করেছিল বিসিবি। কিন্তু এখন পর্যন্ত তা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’


গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি।
এদিকে এর আগে শনিবার ৯ জন ও রবিবার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন। আগামী ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।


আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com