বোলাররা ভালোই করেছে, ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে:-তাসকিন

খেলা ডেস্ক :-

 প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলে বাংলাদেশকে ভারত গুটিয়ে দিয়েছে ১৪৯ রানে। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছে ৩ উইকেটে ৮১ রান নিয়ে। যার মানে, এখনই বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে ভারত।

দ্বিতীয় দিনের খেলা শেষে মাঠে সম্প্রচার টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বলেছেন, তাঁরা আরও ১২০ থেকে ১৫০ রান করতে চান। বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে ফেলার পরিকল্পনা তাঁদের। তা টেস্টের দ্বিতীয় দিন শেষেই যে বাংলাদেশ দলের এমন লেজেগোবরে অবস্থা, এর দায় কাদের—বোলার না ব্যাটসম্যানদের?

দ্বিতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলে গেলেন—বোলাররা ভালোই করেছে, ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দলকে ব্যাটসম্যানরা হতাশাই উপহার দিয়েছেন বলে মনে করেন তাসকিন।

এক প্রশ্নের উত্তরে তাসকিন বলেছেন, ‘আপনারা জানেন, সব মিলিয়ে আমাদের ব্যাটিংটা হতাশার ছিল। ফাস্ট বোলারদের জন্য (উইকেটে) কিছুটা সাহায্য ছিল। আমরা যেমন বোলিং করেছি, এর চেয়ে কিছুটা হয়তো ভালো করতে পারতাম। কিন্তু আমরা ব্যাটিং নিয়ে হতাশ।’

বোলিং যে ভালো করেছেন, সেটা বোঝাতে গিয়ে তাসকিন আগের দিনের শুরুতে ভারতের ব্যাটিং এলোমেলো করে দেওয়ার বিষয়টি টেনে আনেন। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত অনেকটাই দিশাহারা হয়ে গিয়েছিল। তাসকিন বলেছেন, ‘গতকাল আমরা সত্যি খুব ভালো শুরু করেছিলাম। এরপর অশ্বিন ও জাদেজা সত্যি খুব ভালো ব্যাটিং করেছে এবং আমরাও শুরুর মতো ভালো বোলিং করতে পারিনি।

তবে আজ দ্বিতীয় দিন সকালে আবার নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টিও বলেন তাসকিন, ‘আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছি। তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি। তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো। কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে হতাশ।’

বাংলাদেশের ব্যাটিং আসলে ইনিংসের শুরুতেই এলোমেলো হয়ে যায়। ১৩ ওভারের মধ্যে ৪০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাসকিনও এটাকেই দেখছেন বড় করে, ‘আমার মনে হয় এসজি বল এবং এই কন্ডিশনে বিশেষ করে ১০-১২ ওভার গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছি। এর মূল্য দিতে হয়েছে। প্রথম ১০ ওভার টিকে থাকলে গল্পটা ভিন্ন হতে পারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *