আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
ফুটসাল বিশ্বকাপ ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে ব্রাজি-আর্জেন্টিনা!
গত ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। গতকাল তাসখন্দে হুমো অ্যারেনায় অনুষ্ঠিত সেমিফাইনালটি ছিল গত বিশ্বকাপ ফুটবল ফাইনালের ‘রি-ম্যাচ’। ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং এই ম্যাচেও জয়ী লাতিন আমেরিকার দেশটি। তবে বিশ্বকাপ ফুটবল ফাইনালের মতো টাইব্রেকারে নয়, ফ্রান্সকে সরাসরি ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে ফুটসালে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটসালেও ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ইউক্রেনকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।
২০১৬ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছে পর্তুগালের কাছে।
ব্রাজিল সর্বশেষ ২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের ফাইনালে খেলেছে। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
আগামী রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠেয় ফাইনালে টইটম্বুর দর্শক আশা করা হচ্ছে।