আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

খেলা ডেস্ক :-

টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিপিএলে জয় পেল থিসারা পেরেরার দল। ২৫৪ রানের জবাবে খেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করে রাজশাহী।

রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। শুরুতে ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটন জুটি। ইনিংসের ১৬তম ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন লিটন কুমার দাস।

মাত্র ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত খেলেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার ইনিংস আসে। এছাড়াও, লিটন এই ম্যাচে টি-টোয়েন্টির পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিমও। বাঁ-হাতি এই ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড।

রেকর্ড রান তাড়ায় নেমে দিশেহারা ছিলেন রাজশাহীর ব্যাটাররা। ৩৪ রানে পাঁচ উইকেট হারায় তারা। তখন অবধি খেলা হয়েছে ৬ ওভার তিন বল। এরপর ইয়াসির আলি ১৩ বলে ১৭ রান করেন। কিন্তু তিনিও ইনিংস লম্বা করতে পারেননি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান আসে রায়ান বার্লের ব্যাটে। ৩২ বলে ৪৭ রান করেন তিনি। ঢাকার হয়ে দুই উইকেট করে নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফারমানুল্লাহ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com