আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার”
ইনফিনিটি ম‍্যাথসেন্টার মৌলভীবাজার কতৃক এসএসসি -২০২৫ব‍্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

ইনফিনিটি ম‍্যাথসেন্টার মৌলভীবাজার কতৃক এসএসসি -২০২৫ব‍্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

সময় ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার এর হলরুমে ইনফিনিটি ম্যাথ সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ সালের বোর্ড পরীক্ষায় সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বিষয়ে ১০০তে ১০০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জামেয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম , সুমেল’স টিউটোরিয়াল এর পরিচালক খায়রুল ইসলাম সুমেল , বুয়েট শিক্ষার্থী মাহফুজুর রহমান মাহি, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তিতাস দাস তীর্থ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাব্য প্রকাশ চক্রবর্তী , দিনাজপুর মেডিকেল কলেজ এ সদ্য চান্স প্রাপ্ত শিক্ষার্থী সুদিপ শাহা সূর্য, প্যারট’স একাডেমির পরিচালকবৃন্দ সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আহমদ আলী। অনুষ্ঠানে গত বছর বোর্ড পরীক্ষায় ১০০ তে ১০০ প্রাপ্ত শিক্ষার্থী রাহুল সুত্রধর অমি, অদিতি দে, মৃত্তিকা দেব, নিয়ামুল হক সিয়াম কে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।

এসএসসি ২০২৫ ব্যাচের মডেল টেস্ট এ অংশগ্রহণকারী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। বহুনির্বাচনি পরীক্ষায় ১ম হওয়ায় এসএসসি পরীক্ষার্থী জিহান সামিনকে মোবাইল ফোন পুরুষ্কার দেওয়া হয়।

এছাড়াও ২০২৪ সালে নবম ও অষ্টম শ্রেণি পরীক্ষায় ভালো ফলাফল এর জন্য ইনফিনিটি ম্যাথ সেন্টার এর পক্ষ থেকে মেধা বৃত্তি ১০০০টাকা প্রদান করা হয় অষ্টম শ্রেণির নাহিদুল ইসলাম মুসা, নবম শ্রেণির পায়েল নন্দী, স্বাগত দে, প্রান্ত পাল ও অভ্রকান্ত সানা কে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com