আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

Logo
বদলগাছীতে মাঠ জুড়ে গমের সবুজ পাতার ভিড়ে কাঁচা শীষের সমারোহ, বাম্পার ফলনের সম্ভাবনা!

বদলগাছীতে মাঠ জুড়ে গমের সবুজ পাতার ভিড়ে কাঁচা শীষের সমারোহ, বাম্পার ফলনের সম্ভাবনা!

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ


নওগাঁর বদলগাছীতে গম চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এ বছর তুলনামূলক ভাবে বেশি গমের চাষ করা হয়েছে এই উপজেলায়। উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ জুড়ে দেখা যাচ্ছে গমের সবুজ পাতার সমারোহ।

স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এই রবি শস্য গম চাষে আবারো ঝুঁকছেন কৃষকরা।

গম-চাষিরা আশা করছেন এবার প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৫ মণ করে গমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।একই সাথে বাজারে বেশি দাম পেলে লাভবান হবে গম চাষিরা ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৮ টি ইউনিয়নে ৭শ’ ৭০ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে।

এবছর কৃষকরা আমন ধান ঘরে তোলার পরে আলু-সরিষার আবাদ কমে দিয়ে গম চাষ করেছেন। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, গম চাষের সমারোহ মাঠ জুড়ে শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে গম পাকা শুরু করবে। অথচ কালের বিবর্তনের দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছিল গম চাষ। এক সময় বদলগাছী উপজেলায় প্রায় প্রতিটি মাঠে ব্যাপক হারে গমের চাষ হতো। হারিয়ে যেতে বসা গমের চাষাবাদ আবারো পুনরায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গত কয়েক বছরে এই উপজেলার চাহিদার তুলনায় বেশি গমের আবাদ হচ্ছে।

মিঠাপুর ইউনিয়নের বউলা পাড়া মোজাম্মেল উদ্দিন বলেন, গম চাষ করে গত বছর ভালো ফলন হয়েছে। এবছর ৩ বিঘা জমিতে গম চাষ করেছি ৪৫ মণ গম পাব । আশা করছি এবারও ফলন ভালো হবে। মিঠাপুর গ্ৰামের গম চাষি আইজুল হোসেন বলেন, এ বছর সরিষা চাষ না করে সেই জমিতে গম চাষ করেছি। কম খরচে গমের চাষ ভালো হয়েছে। এবার গম চাষে তেমন রোগবালাই নাই।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, আগামীতে প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে এ এলাকায় গমের বাম্পার ফলন হবে। আটার চাহিদা মেটাতে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। আমরা চাষিদের মাঝে গমের চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। আশা করছি আগামী বছরে এ উপজেলায় প্রচুর গমের আবাদ হবে। তিনি আরো বলেন, গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, সার, সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com