আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন ৫০ সেঞ্চুরির স্বপ্ন পূরণ করলেন বিজয় শেখ হাসিনার পক্ষে অনলাইন সভা, ববি শিক্ষকদের ভিডিও ঘিরে সমালোচনার ঝড় বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
হত্যাচেষ্টা ও লুটপাটের ঘটনায় ববির ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

হত্যাচেষ্টা ও লুটপাটের ঘটনায় ববির ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা, কক্ষ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান ইসলামের ওপর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭ -১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল সহ কতিপয় শিক্ষার্থীরা হামলা চালায়। এসময় তার কক্ষ ভাঙচুর করা হয় এবং মূল্যবান সামগ্রী লোপাট করা হয়।

পরবর্তীতে দীর্ঘকাল চিকিৎসা শেষ করে আইনের আশ্রয় নেন বাদী এমনটাই উল্লেখ করা হয় এজাহারে। অভিযুক্ত অন্যরা হলেন রায়হান ইসলাম (গনিত বিভাগ) ২০১৭-১৮ সেশন,আল ইমরান (পদার্থবিজ্ঞান বিভাগ) ২০১৮-১৯ সেশন,আলী হোসেন (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)২০১৮-১৯ সেশন, কে এম মান্না শেখ (গনিত বিভাগ) ২০২০-২১ সেশন,ইমন (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ) ২০১৭-১৮ সেশন,মো: সায়েম (একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগ) ২০২১-২২ সেশন,রিয়াদ তালুকদার (গনিত বিভাগ)২০২১-২২ সেশন।

এছাড়া রাজু (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ২০১৮-১৯সেশন,শোভন হালদার (গনিত বিভাগ) ২০২১-২২ সেশন।জিহাদ গাজী (গনিত বিভাগ) ২০২১-২২ সেশন,মাহমুদুল হাসান সজীব(হিসাববিজ্ঞান বিভাগ) ২০১৯-২০ সেশন,হাসিবুল হাসান (গনিত বিভাগ) ২০১৭-১৮ সেশন,জুবায়ের খান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)২০১৮-১৯ সেশন এবং বহিরাগত হিসেবে আহমেদ হোসেন (৩২)সহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান,অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ নিয়ে মামলা রুজু করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এরপূর্বে ২০২৩ সালের আগস্টে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় নগরীর রুপাতলী এলাকায় এক স্থানীয় বাসিন্দাকে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে মাহমুদুল হাসান তমালের বিরুদ্ধে।এ বিষয়ে তখন কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com