আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন ৫০ সেঞ্চুরির স্বপ্ন পূরণ করলেন বিজয় শেখ হাসিনার পক্ষে অনলাইন সভা, ববি শিক্ষকদের ভিডিও ঘিরে সমালোচনার ঝড় বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস।

তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস।

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে আবাসিক ব্যাচেলর বাসস্থান হিসাবে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। পরিবার পরিজন ছাড়া ব্যাচেলর শিক্ষকের এসব কক্ষে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানো হয় বলে জানান অভিযোগকারীরা।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনে ২য় তলার দুটি কক্ষ দখল করে আবাসিক বাসস্থান হিসাবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন সহকারি শিক্ষক মাসুদুল হাসান। বসবাসরত কক্ষের উপরতলায় চলছে ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের পাঠদান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস রুমের সাথে শিক্ষকরা বসবাস করায় তাদের পড়া লেখাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। 

চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের ৩ তলা ভবনে ২য় তলা দখল করে আছেন সহকারী শিক্ষকেরা। ব্যাচেলর শিক্ষকরা থাকছেন আবাসিক হোটেলের মতো, বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। অথচ তারা সরকারি বাড়ি ভাড়া ভোগ করছেন। একই ভবনের তৃতীয় তলায় চলছে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস। স্কুল ছুটির পর ছাত্রীদের প্রাইভেট পড়ানো হয়। বিগত দিনেও এই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরনের অভিযোগ রয়েছে বলেও জানান অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারি শিক্ষক মাসুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নয় বলে জানিয়ে দেন। তিনি বলেন পারলে আমাকে বদলি করে পাঠিয়ে দেন। 

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে বাহিরে আবাসিক সমস্যা। এখানে শিক্ষক আসতে চায় না। যারা আছেন দূর-দূরান্তের তারা মৌখিক অনুমতিতে কক্ষগুলো ব্যাবহার করছেন। 

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান বলেন, শ্রেণী কক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করার কোন সুযোগ নাই। এমনটি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com