আজ সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সহযোগী সংগঠনগুলোর “এক অংশের”উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল র্যালী,দোয়া মাহফিল,আলোচনা সভা ও মিষ্টি বিতরণ। রবিবার সকাল ১১ টার সময় পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দলীয় কার্যালয় হাসপাতাল রোড বাউফলে এসে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মোঃ হুমায়ুন কবির, সাবেক পৌর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। হাসান মাহমুদ মনজু, শ্রমিক দলের আহ্বায়ক। হাজী মোঃ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি। মোঃ আবুল বশার, দপ্তর সম্পাদক পৌর বিএনপি। মোঃ মনজুর মোর্শেদ সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক। মোঃ রাকিব, সদস্য সচিব পৌর বিএনপি। এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তার দেশের প্রতি অবদান স্মরণ করেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীরা তাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অভিহিত করেন।