আজ রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি :
তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রাজশাহীতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের আয়োজনে আমগাছি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির (বুলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতিবএস.এম. আকবর আলী (বাবলু), সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজউল করিম, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ, দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আ: আজিজ মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো: আব্দুস সাত্তার। এর আগে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।