বরিশালে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-বরিশালে ষোড়শীকে ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন রায় দেন। দণ্ডিত সাইফুল খান বরিশালের মুলাদী উপজেলার চিলমারী গ্রামের বাসিন্দা শাহআলম খানের ছেলে। রায় ঘোষনার সময় দন্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলো বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন।মামলার বরাতে তিনি জানান, একই বাড়ীর বাসিন্দা ষোড়শী সরল প্রকৃতির। প্রায়ই সময় প্রতিবেশি দন্ডিত সাইফুলের ঘরে যেতো। ২০১৪ সালের ৫ জানুয়ারি সকালে ওই ঘরে যায় ষোড়শী কন্যা। কিশোরীকে ধর্ষন করে সাইফুল। একই বছরের ২ এপ্রিল কন্যা অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন কন্যা তিন মাসের অন্তঃস্বত্তা। তখন সাইফুল কন্যাকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করে। ২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামী করে মুলাদী থানায় মামলা করেন ষোড়শীর মা। মুলাদী থানার এসআই মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর একমাত্র সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *