আজ বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
বরিশাল মহানগর বিএনপির সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে ১৭ নম্বর ওয়ার্ড কমিটি কয়েক মাস আগে বিলুপ্ত করা হয়েছিল। এখন বাকি ২৯টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সম্মতিতে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করা হবে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, দলের কার্যক্রমে আরও গতি আনতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন কমিটি গঠনের জন্য কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তা সম্পন্ন করা হবে।