আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।