সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য একে-অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

আওয়ার ডেইলি বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্ক:-

সীমান্তবর্তী অঞ্চলে রাতভর বিমান হামলার জন্য একে-অপরকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রবিবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সুমি অঞ্চলে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এদিকে, বেলগোরোডে তিনজন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি অঞ্চলে নিহত চারজনের মধ্যে দুইজন শিশু রয়েছে। এসময় বেশ কয়েকটি আবাসিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *