আজ বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
মুরাদনগর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরী করার দাবিতে মুরাদনগন উপজেলার হিন্দু সম্প্রদায়েরা মনববন্ধন করেছে। প্রিয় নেতার জন্য তাদের আয়োজিত মানববন্ধনটি পরিনত হয়েছে ২ কিলোমিটার লম্বা মনবপ্রাচীরে। অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
শনিবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোডসহ প্রায় দুই কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।
তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় বার অদিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় তারেক রহমান ও কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোন প্রামান বা কোন স্বাক্ষী পাওয়া যায়নি! এরপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে কারদন্ড দিয়েছে।
বক্তারা আরো বলেন, ‘গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে মুরাদনগর উপজেলা বিএনপি-অঙ্গসংগঠন ও ছাত্র-জনতা। এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরের নেতৃত্ব দিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ বে নাথ প্রমুখ।