আজ বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
মোঃ মামুন সেখ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চলনবিলে চাষ ছাড়াই কাঁদার ভিতর হচ্ছে রসুনের আবাদ৷ কাদা জমিতে রসুন আবাদে ব্যস্ত সময় পার করছে চলনবিলের কৃষকেরা৷ যেটা কিনা চলনবিলের সাদা সোনা হিসেবে খ্যাত৷
তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা কোনো চাষ ছাড়াই কাঁদার মধ্যে মসলা জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে, বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে। এখন কৃষকেরা বিনা চাষে রসুন উৎপাদনে বেশি আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসও তাদের দিচ্ছেন বিনা চাষে রসুন উৎপাদনে নানান রকম পরামর্শ।
জমি থেকে ধান কেটে নেয়ার পরে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বিনাচাষে রসুনের আবাদ। জমি থেকে ধান কেটে নেয়ার পরে জমিতে কাদা থাকা অবস্থায় রসুন চাষ করলে কৃষকের হাল চাষ খরচ লাগেনা যাতে করে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে৷
সরে জমিনে গিয়ে কৃষক মোঃ আব্দুল হালিম এর সাথে কথা বললে তিনি বলেন, আমি এ বছর দুই বিঘা জমিতে রসুন লাগিয়েছি৷ লাগানো শেষে পুরো জমিতে খড় বিছিয়ে দিয়েছি যেনো কোন প্রকার ঘাস না জন্মায় ৷ আর আমার প্রতি বিঘা জমিতে রসুন আবাদে খরচ হয় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি রসুন পাওয়া যায় ২৫-৩০ মন। রসুনের দাম ভালো থাকলে, খরচ বাদে প্রতি বিঘা থেকে লাভ পাওয়া যায় ৫০-৬০ হাজার টাকা। অন্য অন্য আবাদের চেয়ে বিনা চাষে রসুন চাষে লাভ বেশি।