আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

Logo
মির্জাগঞ্জে বিএনপির সভাপতি’র সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে বিএনপির সভাপতি’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের স্বচ্ছতা স্পষ্ট করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,ইউনিয়ন ভিত্তিক জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সাংবাদিক।

সংবাদ সম্মেলনে আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন, গত ৭ নভেম্বর যৌথবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসাইন ফরাজী একটি অবৈধ পিস্তল নিয়ে আটক হয়। এ ব্যাপারে তিনি সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সমস্ত নেতাকর্মী মর্মাহত ও ব্যথিত হন।

তিনি সভাপতি হিসেবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সমস্ত নেতা- কর্মীদের জাহাঙ্গীর হোসাইন ফরাজীর পরিবারের পাশে দাঁড়াবার নির্দেশ দেন। কিন্তু,অত্যন্ত পরিতাপের বিষয় গত রোববার (১০ নভেম্বর) জাহাঙ্গীর হোসাইন ফরাজীর স্ত্রী সুরাইয়া আক্তার অনু হঠাৎ করে সংবাদ সম্মেলন করে তাকে এবং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের জড়িয়ে সাংবাদিকদের সম্মুখে অভিযোগ পেশ করেন। যাতে তিনি সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সকলে বিস্মিত ও ব্যথিত হয়।

মিস সুরাইয়া আক্তার অনু এর উত্থাপিত দাবির জবাবে সভাপতি বলেন,বর্তমান আন্তরবর্তীকালীন সরকার কর্তৃক দেশ পরিচালনার স্বার্থে, আইন-শূঙ্খলা রক্ষার্থে বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে।

যে আইন অনুযায়ী যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এটা বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর একান্ত রাষ্ট্রীয় ইস্যু। এ বিষয় আমার বা আমাদের মতো সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকা হাস্যকর বিষয়।

তিনি আরও বলেন, ‘তাদেরকে দোষী সাব্যস্ত করে জাহাঙ্গীর হোসাইন ফরাজীর স্ত্রী’র সংবাদ সম্মেলন করায় তিনি ও তাঁর পরিবারের সম্মানহানি ঘটেছে। শুধু তাই নয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের পরিচ্ছন্নতা ও সুনামের উপর আঘাত হানার অপচেষ্টা করা হয়েছে।

যেটা কাম্য নয়। জাহাঙ্গীর হোসাইন ফরাজী দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। তিনি কামনা করেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জাহাঙ্গীর ফরাজী নির্দোষ প্রমাণ হয়ে মুক্তি পাবেন। উপজেলা বিএনপি এখনও তাঁর পরিবারের প্রতি সহানুভূতিশীল আছে এবং থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম,দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল মুন্সি,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন হাওলাদার,উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com