আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
রংপুর প্রতিনিধি
রংপুরে সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রংপুর জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সমাবেশে কঠিন হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির কো -চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশন রসিক এর সদ্য সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
তিনি জানান, সারজিস আলম বলেছে পিপীলিকার পাখা গজায় মরিবার কালে, আমরা সারজিস আলমকে বলতে চাই আমরা পিপীলিকা না আমরা বাজপাখি, আমরা একবার ছাড়ি দুইবার ছাড়ি না। আর ভিপি নূরের দলকে কি বলবো ওরা তো পরগাছা। পরগাছা যেমন অন্য গাছে জন্ম নেয় তার দল তেমনই। বিএনপির এক চিঠিতে তাদেরকে রংপুরের সমাবেশে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। তাতে বোঝা গেল ভিপি নুর সাহেবের গণঅধিকার পরিষদ অন্যের উপর নির্ভরশীল, নিজেদের দলের অস্তিত্ব জানান দেওয়ার সক্ষমতা তাদের নাই । সুতরাং ভিপি নুর এর দল গণঅধিকার পরিষদ কে নিয়ে কথা বলার সময় বা হিসাব করার সময় আমাদের নাই। তারা কিছুক্ষণ আগে জিলা স্কুল মাঠের সমাবেশে মেয়রকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলেছে। সাহস থাকলে সামনে আসেন দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে জাতীয় পার্টি, পিঠের চামড়া থাকবে না এবং অন্তবর্তীকালীন সরকারকেও বলতে চাই আপনারাও শুনে রাখেন জাতীয় পার্টি কে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না। রংপুর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিভাগীয় প্রশাসন জাতীয় পার্টি কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রত্যাহার না করলে কয়দিন রংপুরে মাটিতে থাকবেন আমরা দেখে নেব। সেই সাথে আমি জাতীয় পার্টির সকল নেতা কর্মীদেরকে বলতেছি, আপনারা রংপুরের৮টি উপজেলা ৩টি পৌরসভা সহ পুরো রংপুরে জাতীয় পার্টির দুর্গ গড়ে তুুলুন। যখনই রাগ আসবে আমরা রংপুরের জেলা প্রশাসন এর অফিস ঘেরাও করবো, পুলিশ প্রশাসন ঘেরাও করবো বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করব। আপনারা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জানান দেবেন জাতীয় পার্টি আছে,জাতীয় পার্টি থাকবে। আজকে কিছু কিছু কথা মনে আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না। তবুও একটা কথা না বললেই নয়, সারজিস সাহেব ও হাসনাত সাহেব বলেছেন যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। যারা এই বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। কত সাবান এলো গেলো, তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস নয় বছরের পরিচালনার ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস ইসলামি রাষ্ট্র কায়েমের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস ৪৬০ টা উপজেলা করার ইতিহাস। ইতিহাস ভুলে যাইয়েন না। আমরা আবারো আপনাদের গদি উল্টে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।