আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

Logo
News Headline :
নওগাঁর বদলগাছীতে গুচ্ছগ্রামের খাল জোরপূর্বক দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ 
শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

ডেস্ক নিউজ :-

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকায় সীমান্ত সড়ক থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- আশরাফুল ইসলাম (২৪) আলী হোসেন (২৬)।পুলিশ জানায়, শেরপুর পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে ও এএসপি নালিতাবাড়ী সার্কেলের নির্দেশে নিয়মিত মাদকদ্রব্য অভিযান পরিচালিত হয়ে আসছে।

তার অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার সীমান্ত সড়ক থেকে একটি মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায় আপেল মিয়া নামে একজন। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৭০ হাজার টাকা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছানোয়ার হোসেন জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ বহনকারী মাইক্রোবাস ও দুইজনকে আটক করা হয়েছে। তবে পালিয়ে যাওয়াসহ তিনজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটকৃতদের জেল হাজতে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com