আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
মোঃ আরাফাত আলী ,নওগাঁ প্রতিনিধি :-
নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আত্রাই উপজেলা শাখার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে সভাপতি শেখ মো: রেজাউল ইসলাম (রেজু) এবং সাধারণ সম্পাদক মো: তছলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে শেখ মো: রেজাউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৪৮৭ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ এমদাদুল হক পিন্টু চেয়ার প্রতীকে ৫৮ টি ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মো: তছলিম উদ্দীন মোরগ প্রতীকে ২৯৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আব্দুল মান্নান সরদার মাছ প্রতীকে ২২৬টি, কামরুজ্জামান চৌধুরী ফুটবল প্রতীকে ০৩টি এবং এসএম বেদারুল ইসলাম টিপু ঘোড়া প্রতীকে ১৬টি ভোট পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক মই প্রতীকে ৩৩০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান গোলাপ ফুল প্রতীকে ২৪৬টি ভোট, মো: শাহাজাহান আলী খান মোটরসাইকেল প্রতীকে ৬৯টি ভোট, এসএম আব্দুল হাই লিটন দোয়াত কলম প্রতীকে ৩২টি ভোট, মো: হাফিজুর রহমান ছাতা প্রতীকে ১৮০টি ভোট এবং আব্দুস সালাম মন্ডল কাপ পিরিচ প্রতীকে ৮৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বুধবার(০৬ নভেম্বর) উপজেলার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮জন সদস্যের মধ্যে ৫৪৫ জন ভোটার হিসেবে ভোট প্রদান করেন। এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনসহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা(ভিপি রানা), সদস্য এসকে এম ইকবাল, শ,ম আল কাফি তুহিন ও শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ভোটের ফলাফল ঘোষণা করেন।