আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
গলাচিপায় আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, এ গ্যাসের মাধ্যমে তিন পরিবারারের ১৫ জনের ভাত রান্না ও শতাধিক মেহমানের চায়ের ব্যবস্থা করা হচ্ছে।
বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে ৬০ হাজার টাকা খরচ করে একটি টিউবওয়েল বসিয়েছি। গত তিন দিন ধরে টিউবওয়েলের পাইপ ও পাইপের গোড়া থেকে বুদ বুদ শব্দ হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে কৌশলে ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মাহাবুব জানান, ওই বাড়িতে গিয়েছিলাম। দেখতে পেয়েছি গ্যাস দিয়ে তারা ভাত রান্না করছে টিউবওয়েলের মিস্ত্রি হারুন ঢালী জানান, এটা স্থায়ী না, কয়েক দিন এ রকম থাকতে পারে।
গলাচিপা মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সাদিকুর রহমান জানান, কম-বেশি গ্যাস থাকতে পারে তবে এ ধরনের গ্যাস দিয়ে রান্না করা খুবই বিপদজনক।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থালে যাচ্ছি বিষয়টি দেখে অবহিত করা হবে।