আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন মামলা করেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো। বার্সার কাছ থেকে ৩২ লাখ মার্কিন ডলার পাওনা আদায়ের লক্ষ্যে এই মামলা করেন তিনি।
২০২১ সালে ফ্রি-এজেন্ট হিসেবে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দেন সার্জিও আগুয়েরো। দুই বছরের চুক্তি করেও স্বপ্নের ক্লাবে তিনি খেলতে পেরেছেন মাত্র ৫ ম্যাচ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ২০২১ সালের শেষ দিকে চিরবিদায় বলেন ফুটবলকে।স্প্যানিশ ক্লাবটির নিজেস্ব নিউজ পোর্টালে ব্যাখ্যায় বলা হয়, আগুয়েরোর বার্সেলোনায় আগমণ যতটা উত্তেজনাপূর্ণ ছিল, ঠিক ততটাই স্বল্পস্থায়ী হয়। ম্যানসিটিতে নম্বর নাইন হিসেবে ইতিহাস তৈরি করা এ ফুটবলারকে ২০২১-২২ মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভেড়ায় বার্সেলোনা। কারণ সে সময়ে গোল করার জন্য একজন দক্ষ স্ট্রাইকারের প্রয়োজন ছিল বার্সার।
দুর্ভাগ্য এবং অপ্রত্যাশিতভাবে তা ব্যাহত হয়। কারণ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছরে ফুটবলকে বিদায় জানাতে হয় তার। তিনি বার্সেলোনার জার্সিতে ৫ ম্যাচে গোল করেন একটি।
স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, ২০২৩-২৪ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে বলা হয়-বার্সেলোনা, আগুয়েরোর কাছে একটি সমঝোতার বিজ্ঞপ্তি পেয়েছে। সেখানে তার সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হওয়ায় ৩০ লাখ ইউরো পাওয়া বলে দাবি করেছেন।
মূলত দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। যদিও দ্বিতীয় মৌসুমের অর্থ মওকুফ করেন তিনি। তবে তার প্রত্যাশা ছিল প্রথম মৌসুমের অর্থ তাকে প্রদান করবে বার্সা। সেই অর্থ পরিশোধ করতে চেয়েছিলেন বার্সার তৎকালীন ক্রীড়া পরিচালক মাতেউ আলেমানি।
তবে তা বিমার মাধ্যমে। তবে আগুয়েরো বার্সেলোনায় যোগ দেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত ছিলেন যুক্তিতে সে অর্থ দিতে অস্বীকৃতি জানায় বিমা সংস্থাটি। বার্সেলোনা বিমা কোম্পানির সুপারিশ অনুসরণ করে এবং আগুয়েরোর টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ কারণে আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার সাবেক এ স্ট্রাইকার। যদিও আগুয়েরোর সঙ্গে ঘনিষ্ঠ এমন একজনের দাবি, আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করতে ইচ্ছুক। কারণ সাবেক আর্জেন্টাইন তারকা চান না, বার্সার সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি নষ্ট হোক।